আকাশে মেঘ জমালে বৃষ্টি হয়ে ঝড়ে।
কত কষ্ট লুকিয়ে থাকে তার ভেতরে।
কেউ কি তা জানে,
বিশাল গগনে ।
মেঘ যেন নয় বেদনা,বিষাদ জমানো অল্প অল্প।
যত হাসি ,দিবস শেষে কষ্ট গুলো আপনার গল্প।
লেখা হবে না তাহা কোনো দিন ইতিহাসের পাতায়।
লিখে রাখলেম তায় স্মৃতির পাতায় মোর লেখায়।
গল্প খানি ফুটিয়া উঠুক,
সকলে সবকিছু জানুক।
যদি না হয় প্রকাশিত তবে যে রয়ে যাবে হয়ে কল্প।
দুঃখভার সহ্য করে দাড়ানো জীবনে, আপনার গল্প।
কত বাঁধা কত হীনতা কত যে লাঞ্চনা?
মাঝে মাঝে মরে যাই আর সহ্য হয়না।
তবু প্রিয়জনদের টানে,
মরন হয়েছে মনে মনে।
বাঁচিয়া আছি তাই নিঃশব্দে,স্বপ্ন অধিক জীবন সল্প।
আজ এমনি গাঁথিয়াছি আমার আর আপনার গল্প।