অপূর্ণ রয়ে যাবে এমন কিছু ইচ্ছে পোষণ করার দায়ে
আমার পায়ে শিকল জড়িয়ে, আমার আটকে রাখা হলো চিলেকোঠায়
ধুলোবালি, ময়লার স্তুপে ভরপুর ঐ ঘরে।
ইচ্ছে ছিল আকাশ দেখব, বৃষ্টি বিলাস হব, চন্দ্রপ্রভায় গা ভাসাব
চুপিসারে যতখানি শিকলের আওয়াজ পিছে ফেলে
প্রাণবন্ত হয়ে এগিয়ে যেতে পারি
গিয়ে দাঁড়াই ছাদের এক কোণায়।
চাইলেও শরতের ঐ নীল আকাশে উড়া,
একখন্ড তুলো মেঘ ছুঁয়ে দিতে পারি না
দাঁড়িয়ে থাকি নির্বাক হয়ে;
এই ভেবে দাঁড়িয়ে থাকি যে
মেঘ হতে একটু বৃষ্টি ঝরে পড়বে,
আমার গা ভিজিয়ে দিবে।
একটু চিৎকার করে কাঁদার,
লুকিয়ে রাখা অশ্রুজল ফেলবার সুযোগ করে দিবে
দুঃখগুলো পানিতে ধুয়ে যাবে,
আবার বাষ্প হয়ে কালো মেঘের খণ্ডে জমবে।
কিন্তু বর্ষা মৌসুম যে এখনো বহুদূরে
এর আগেই হয়ত আমি হলদে হয়ে, কনকনে শীতে মাটিতে নুইয়ে যাব।
এরপর আমি পুষ্প জন্মদান দেখব
নুইয়ে পড়া দেহটা যখন পচে-গলে যেতে শুরু করবে
তখনো নিঃশ্বাস চলতে থাকায়, পিঁপড়ের দল-আক্রমণ করতে চেয়েও হয়ত একটু দ্বিধায় পড়ে যাবে।
গ্রীষ্ম এসে হয়ত আমার পুরো অস্থিত্ব-টাই বিলীন করে দিবে;
আবার হয়ত বর্ষা আসবে
কিন্তু সে কি আমার জন্য একটু অশ্রুজল ফেলবে?