Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

মাহতিম মাহবুব আলম’র কবিতা “বন্ধু মানে”

অঙ্কন ডেস্ক / ২০৫ বার
আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

বন্ধু মানে,ভোরের কিচিরমিচির পাখির ডাকের আগে,ফজরের আজান শেষ হতে না হতে,
আসসালামু আলাইকুম বলে প্রতি প্রভাতে।

বন্ধু মানে,এই যে,আপনি কেমন আছেন?
আচ্ছা আপনি এখন কি করেন?কোথায় আছেন? সকালের নাস্তা করছেন?
যিনি বিগত প্রতিটা দিনই খোঁজ রাখেন।

বন্ধু মানে,প্রেমিকা নেই,প্রেম আছে,
আছে আস্থার সাথে বিশ্বাস,
শ্রমিক নেই, শ্রম আছে আবার সম্মানের সাথে মায়া আছে।

বন্ধু মানে,রাগ নেই,অভিমান আছে, রুপ নেই তার ছবি আছে,
আছে কত হাসি তামাশা অন্তহীন শত গল্প,
হোক না হয় অল্প।

বন্ধুমানে,ঘটে যাওয়া,বর্তমান দুঃখ-সুখের যত কথা,
সবকিছু তার কাছে প্রকাশ করি,দু’জনে হালকা করি মনের ব্যথা।

বন্ধুমানে,জহুরের আযান হচ্ছে গোসল করুন, সালাত আদায় করে নিন সাথে,
আমার জন্য দোয়া করবেন,প্রতি মোনাজাতে।
তবুও সে যে থাকে মধ্যাহ্নের ডালে ভাতে।

বন্ধুমানে,সে থাকে সন্ধ্যার প্রদীপে আর পড়ার টেবিলেতে,
ম্যাসেঞ্জারে সীমাহীন কথা,গল্প,শেষ হয় না যেন রাত্রি নিশিতে।

বন্ধু মানে,এই যে, রাত তো অনেক হলো,আপনার ঘুম আসে নাই?
ওহ তাই তো!
শুভ রাত্রি,টেইক কেয়ার,বায়।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com