এই কবি তো সেই কবি, যার ছিল না ভয়
জুলুম কিংবা নিপীড়নে চুপ নাহি সে রয়!
আমৃত্যু যে করছে লড়াই বিদ্রোহী এক বীর
ন্যায়পথে অটল এবং উঁচু ছিল তাঁর শির।
কবি তো ভাই বহু কিন্তু এ কবির নেই তুল
ইতিহাস তাঁর সাক্ষী আছে বলছি না-তা ভুল।
ব্রিটিশরা যব দখল করে মহাদেশের মাটি
কত কবি, গেছে জানি তাদেরই পা-চাটি!
কত কবি, গাইছে জানি ব্রিটিশের জয়গান
ব্রিটিশ তাদের দেবে নাকি গদির তক্তখান!
এই বলে তো ব্রিটিশেরা স্হায়ী হয়ে গেল,
দু’শতাব্দীর ঊর্ধ্বে জাতির রক্ত চুষে খেলো।
কত কবি, লালবাহিনীর সাথে প্রণয় গড়ে
সেই সময়ে এই নজরুল, কারা বহন করে।
অবশেষে ব্রিটিশ প্রীতি গেল তাদের টুটে
ব্রিটিশ তাড়াও আন্দোলনে গর্জে তারা উঠে,
সফল হলো গদি পেলো, হলো তারা রাজা
সংখ্যালঘু মানুষগুলো নিত্য পায় যে সাজা।
এঁদোজলে জন্মেছিল ফুলের রাজা পদ্ম
সাম্প্রদায়িক দাঙ্গা ওরা করিতে চায় রুদ্ধ,
বলি আমি তাঁদের কথা গুণী ছিল কারা?
আর কেহ নয়, জেন নিশ্চয় সুভাষ-গান্ধী ছাড়া।
সুভাষ-গান্ধীর মুখের কথা ছিল অধিক মিষ্টি
মহান হৃদয় দিয়ে তাঁদের করছে খোদা সৃষ্টি,
এই নেতাদের কুচক্রীরা করল যখন পতন
এর পরেতে ভারত হলো শ্মশানেরই মতন।