আমি নই কোনো কবি-
তোমার জন্য লিখবো কবিতা।
আমি নই জীবনানন্দ-
তোমাকে বানাবো বনলতা।
জানতে চাই না আমি,
তুমি মোনালিসা- নাকি মায়াবিনী ভিক্টোরিয়া
আমি শুধু জানি, তুমি আমার কাঙ্খিত প্রিয়া।
আমি কি করে পাবো তোমাকে?
তুমি যদি বিখ্যাত কেউ হও!
আমি চাই তুমি হও!
আমার হৃদয় সমুদ্রের ঢেউ।
জানতে চাই না আমি,
তুমি নাটকের আলেয়া- নাকি কবি রোকেয়া
আমি শুধু জানি, তুমি আমার কাঙ্খিত প্রিয়া।
আমি নই সেই বিত্তবান শাজাহান পাগল-
কী দিয়ে গড়বো তাজমহল?
আমি নই বিখ্যাত মনির খান-
তোমাকে নিয়ে গাইবো গান।
জানতে চাই না আমি,
তুমি মহীয়সী নারী- নাকি মডেল তারকা রিয়া
আমি শুধু জানি, তুমি আমার কাঙ্খিত প্রিয়া।