আমার মনেও যে মেঘ জমেছে,
আকাশ কি তা জানে?
বেজে চলছেই ভাঙা বৃষ্টির ক্লাসিক গীটার,
বৃষ্টির গন্ধরা জড়িয়ে রাখে ছাদের কাপড় শুকানোর তার।
ঘোরলাগা চোখের পাতা,কম্পিত ভ্রু বৃষ্টিতে ভিজে যায়,
ভালোবাসা যেন আজও হারিয়ে ফেলা ডাক খুঁজে পায়।
কার্নিশেই ডানা গুটিয়ে কাকটি বৃষ্টিতে ভিজতে থাকে,
আকাশটা শুন্য মনে হয় ভেজা ডানার কবুতরের ঝাঁকে।
আমার ঘুম ভাঙে হটাৎ করেই,
মাঝখানে আমার দুঃস্বপ্নগুলো ছুঁয়ে যায় ভেজানো দরজার কপাট।
ডায়েরির অক্ষরদের ভীঁড়ে,
বৃষ্টির ফোঁটা নিঃশব্দে বেঁধেছে জমাট।
লেখা:নূপুর আক্তার
শিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যালয়