Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা:এইপাশে ভালো আছি ।।হামিদা নিসা

অঙ্কন ডেস্ক / ১৯০ বার
আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

তখন আমি সাদা কাগজে আবেগ জমাতাম,
ঘর ভরা মস্ত দুপুর থাকতো আমার কবিতায়।
প্রশ্ন যদি কর তবে এলাম কেন তাই!
বোকা পৃথিবী! কারণ ছাড়াই অক্সিজেন কেনো পোড়াতাম?

এক কালে নাহয় প্রিয়াই ছিলাম,
একটি ছোট্ট শব্দেই মন ভালো করার বিদ্যে-
তোমার বলা কথায় আমার ভালোই রপ্ত।
এই কালে নাহয় সিগারেটেই পুড়ুক,
তোমার আসক্ত ওষ্ঠ্য আর আমার হৃৎপিন্ড।

ওইপাশে অযুত লক্ষ ভালোবাসা
এইপাশে শূন্য বিশ্বাস,
ওইপাশে এক বুক জমে উচ্চাশা
এইপাশে বাড়ে বিরহী দীর্ঘশ্বাস।

আবারও ফিরে আসতে চাই, জানো?
নাহয় আর হলাম না তোমার প্রিয়া-
পরের বার চুম্বন হব,ঈশ্বরের যদি হয় দয়া।
ইথার কম্পনে তোমা থেকে তোমার প্রিয়ার অধরে অঝরে ঝরবো,জানো?

ওইপাশে পূর্ণতায় ভারী হবে তোমার নিশ্বাস,
এইপাশে নগ্ন চরণে বেওয়ারিশ নম্বর প্লেট এটে-
অন্ধকার ঘরে আমার বসবাস।

লেখা:হামিদা আক্তার নিসা
শিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যালয়।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com