তোমার ছবিখানি দিয়ে হাতছানি,
ডাকে বারে বারে-
থাকিতে পারি না ঘরে।
জানালা খুলে, চোখ মেলে
দাঁড়িয়ে আছে তব প্রতিচ্ছবি,
মোর আঙ্গিনার ধারে-
যত বেশি দেখি, আরো দেখিতে চাহে আঁখি।
ভুলিতে না পারি ক্ষণিকের তরে
বলবো! তোমার কাছে প্রাণে যত কথা আছে-
শুনিবার সময়টুকু দাও অবসরে।
লম্বা রাঙা মুখে, হেসো না আর বাঁকা চোখে
ভালোবেসে কথা দাও মোরে।
দিয়েছি সবি তোমায়, যাহা ছিলো মোর
কিছু নাহি আর এ হৃদয়ে ─ শুধু হাহাকার
শোন! কান পেতে শোন! ডাকি তোমারে,
আঁখি মেলে যবে তাকাই, তুমি ছাড়া কিছু নাই-
এ ধরায় শুধু দেখি তোমারে।