কৃষ্ণ গহ্বর
আমার চোখে তুমি মৃত্যু দ্যাখো,
দ্যাখো সহস্রাব্দের ক্লান্তি
যুগান্তরের প্রতিক্ষা
না পাওয়াদের মিছিল আর
স্বপ্ন ভঙ্গের আর্তনাদ!
আমার চোখে তুমি মৃত্যু দ্যাখো,
খোঁজো আলোকবর্ষের শুন্যতা
আজাদীয় অবিশ্বাস,
পলাশীর পরাজয় কিংবা
স্বজন হারানোর হাহাকার!
এই দুচোখের কৃষ্ণ গহ্বরে
অসহায়ত্ব দ্যাখেছো কেবল।
অথচ,
তোমার চোখে আমি বিশ্বাস খোঁজেছি
দিয়েছি প্রথম ফাগুন
শখের রূপোলী কঙ্কণ আর
বাঁচিয়ে রাখার আশ্বাস!
কি বেখেয়ালি আমি-নির্বোধ,
তোমার চোখে আমায় হারিয়ে
ভেবেছি তুমিই সুবোধ!
বুঝিনি তুমি কালিমাই দ্যাখো কেবল
প্রেম দেখোনা!