ভুল করি নি
আমি কোন ভুল করি নি!
তোমার কাছে সরলপূর্ণ্য মনে ভালোবাসা চেয়ে।
যেটাকে তুমি চাহিদা বলে আখ্যা দিয়ে,
কলঙ্কের চিহৃ এঁকে দিয়েছো আমার বুকে।
কথার বিষাক্ত ফণা তুলে ব্যথার আঁচড় দিয়েছো-
আমার হৃষ্টপুষ্ট হৃদয়ে।
ভালোবাসার মানুষটির কাছে ভালোবাসা চাওয়াটা কোন ভুল নয় প্রেয়সী;
আমি কোন ভুল করি নি! ভুল করি নি! তোমার কাছে ভালোবাসা চেয়ে।
ব্যর্থতা
“জীবনে যখন যা চেয়েছি-
কখনোই তা পায়নি”
তুমি নেই বলে
সুখ এসে ধরা দিবে বুকের কবলে।
তুমি কথা দিয়েছিলে! তুমি কথা দিয়েছিলে!
সেই বুকে মাথা গুঁজে থাকবে চিরকাল-
সুখ এলো, কিন্তু বুকের বা’পাশটা খালি
সেই শূর্ণ্যতা পূরণ করতে পারলো না ঐ সুখ,
শুধু তুমি নেই বলে।
একটি আত্মহত্যা
আত্মহত্যা মানুষ সাধে করে না!
আমরা কেবল উদঘাটন করার চেষ্টা করি-
অপরাধী কে?
ভোক্তভোগীর যাতন-গঞ্জনা সবই অগোচরে রয়ে যায়।
কসম
যে কসম বা প্রতিশ্রুতির ফলে,
আমি সকল পাপাচার এবং তোমার দেওয়া বিধান থেকে বিরত থাকি-
তা কেবল তোমাকে হারানোর ভয়ে,
ঈশ্বর প্রদত্ত শাস্তির ভয়ে নয়।