Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

নাদিরা আহমেদের কবিতা অসম যুদ্ধ

অঙ্কন ডেস্ক / ৭৮ বার
আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বাঁদিকের বুকের রঙ ফ্যাকাশে হয়ে এলে আকাশে বিকেল নামে…
আমি পান করে নিই হৃদপিণ্ড নিঃসৃত আঠালো জীবনরস,
বসন্তের বনে বনে আগুন লাগলে পলাশের লাশ খুঁজতে যাই
এতো এলোমেলো বাঁকে হেঁটে হেঁটে এখন ক্লান্ত সন্ধ্যা ;
রাত নামার আগে জড়ো করে রাখি যত অনুভব – ভীতি – প্রেম
মৃত তরুণীর ভরাট নাভীজুড়ে বিছিয়ে রাখি লাশপচা অনূভূতি।

সেই একযুগ আগেই আমার রক্তে নীল রঙ এসেছে
পৃথিবীর যত ছায়া ও সমুদ্রের বাস কিশোরী শিরায়
ঐ দ্যাখো সফেদ সূর্যসাগরের উঁকি, হাত ছাড়ো
সিঁড়ি সিঁড়ি রোদ বৃষ্টি বেয়ে কাছে আসে যে সময়
জীবন নদী বা আমাদের চোখের ছলনায় প্রেম খোঁজা যায়।
আপাতত, ছড়ি বা লাঠি হাতে গিয়ে গোপন কাঁটা ভাঙার পথ তৈরি।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com