মাগো বলতে তুমি,আমি
নাকি তোমার-ই খোকা
তাই তো আমি রয়ে গেছি
আজও বড্ড বোকা।
তোমার খোকার বায়নাতে শুনাতে
ঘুম পাড়ানির গান
যাতে জাগ্রত হতো আমার
পবিত্র এই প্রাণ।
তোমার অবয়ব দেখতে আমার
মনটা ভীষণ চায়
হারানো সময়ের বাঁক তরীতে
মা গানটি গায়।
তোমার সোহাগ পাবো বলে
দ্রীপ্ত প্রহরে হারালে
জীবন মোড়ক উন্মোচিত হয়
মমতার আড়ালে।
মাতৃ আচঁলে রাখতে জড়াইয়ে
আসতো যতই বাঁধা
কৃত্রিমতার ঘোরে থেকে খুঁজি
সেই পুরানো ধাঁধা।