আমি কোন স্বপ্ন দেখি না।
আমি দেখি স্বপ্ন ভাঙা ঢেউ!
আমি কোন গান শুনি না।
আমি শুনি হতাশার কান্না!
আমি কোন আকাশ খুজি না।
আমি খুজি মাথা গুজার ঠাইঁ!
আমি কোন নগরায়ন চাই না।
আমি চাই একটু সবুজ!
আমি কোন বর্ষণ পাই না।
আমি পাই দাবানল!
আমি কোন কান্না চাই না।
আমি চাই কৃষকের হাসি!
আমি কোন রাজপথ চাই না।
আমি চাই ন্যয়বান রাজা!
আমি কোন অনুদান বুঝি না।
আমি বুঝি অধিকার!
আমি কোন সান্ত্বনা বুঝি না।
আমি বুঝি অনুপ্রেরণা!
আমি কোন আগন্তুক না।
আমি এদেশের নাগরিক!
আমি কোন অস্ত্রধারী না।
আমি এক কবি।
আমি কোন নতজানু না।
আমি এক বিদ্রোহী!
(এম বি বি এস ১ম বর্ষ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল।)