Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

রেড জোন শহরে // আব্দুল হালীম বাচ্চু।

অঙ্কন ডেস্ক / ১৬৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

 

করোনাকাল কারও জন্য অনেক বেদনার;
কারও জন্য খুলে গেছে বাড়তি আয়ের দ্বার!
কারও মনে ভয় জেগেছে হবে না আর ভোর;
কারও মনে শখ জেগেছে ঘুড়ি ওড়ানোর!

করোনাকাল কারও জন্য মাকড়সার এক জাল;
কারও জন্য দাবা কোর্টের ঘোড়ার আড়াই চাল!
কারও জন্য হাসপাতালের আইসোলেশন ঘর;
কারও জন্য আসছে ধেয়ে প্রাণ হারোনোর ঝড়!

করোনাকাল মানুষ চেনার মোক্ষম একটি কাল;
ভালোর ভিড়ে কিলবিল করে অমানুষের পাল!
রেড জোনের এই বুকের ভেতর ছোঁবল মারে তারা
সংক্রমণকে পুঁজি করে মানুষ ঠকায় তারা!

করোনাকাল আসার আগেও মানুষ চেনা যেতো
এখন যতো পাচ্ছি খুঁজে পাইনি তখন এতো!
এম্বুলেন্স আর অটোরিকশা রোগি নিয়ে বেড়ায়;
নতুন নতুন হাসপাতালকে কেবল তারা চেনায়!

ঘুরেফিরে অবশেষে ফিরে আসে বাড়ি;
কেউ আসে না লাশ নামাতে নাই তো আহাজারি!
ছুটে আসে লাশ দাফনে অচেনা এক দল;
মানুষ তারা তারাই নায়ক নয় তো তারা খল।

রেড জোনের এই শহরজুড়ে সংক্রমণের খেলা;
এ খেলাকে ভাবছে মানুষ বৈশাখী এক মেলা!
লকডাউনের নাম শুনে কেউ ভাবছে হবে ক্ষতি?
মরলে কারও যায় আসে না বদলাও মতিগতি!

১০ আষাঢ়-১৪২৭
২৪ জুন-২০২০


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com