Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা:আমি সৈনিক ।।জাহিদ হাসান

অঙ্কন ডেস্ক / ১৯৪ বার
আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

রং মশাল,
পাঞ্জেরী অনুভব করি নিজেকে।
বির্পজয় পথ,হাজারো প্রতিকুলতা দমাতে পারবে না আমার সক্ষমতাকে।
অজেয় কে জয় তথাপি হিংস্রতাকে ভয়,আমার গল্পে কোন স্থান নেই।
আমি দুর্বার, আমি নির্ভীক,
ভয় করি না মৃত্যুপুরী এই মাহেন্দ্রক্ষণে।
পরিস্থিতি হোক কঠিন কিংবা সহজ
মনোবল মোর দূঢ় এই
জীবনের সংগ্রাম সফলতার মিছিল নিয়ে মধুর স্বপ্ন একে দেই।
দৃঢ় মনোবল ভয়ানক সময়কে করবে আলোয় রূপান্ন। হবে জয় চির অপয়ান্ন।
অন্ধকার ছন্ন ঘন কুয়াশায় মাখা শীতার্থ সকাল প্রখর রোদে ভরা সময়ের বেশ দেখাব পথ দেখবে দেশ, জাতি সর্বস্তর শুরু আর শেষ।
আমার ত্যাগে হবে আমার দেহ বরের শেষ রবে কৃর্তি রবে চির সম্মান ও গৌরবের রেশ।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com