কোভিড-১৯ পৃথিবী নামক এ গ্রহটাকে ছিন্নবিচ্ছিন্ন করেছে,
কতপ্রান অসচেতনায় ভূগে আজ মৃত্যুসজ্জায় কাতরাচ্ছে।
মৃত্যুসজ্জায় থাকা সেই মানুষটি হয়তো আরো একবার নিশ্বাস নিতে চেষ্টা করেছিল,
তবে সে আশা হয়তো অপূর্ণতায় পূর্ণতা পেয়েছে!
দুনিয়ার বুক থেকে শেষ বিদায়টা যেন আরো বেদনাবিধুর,ভয়ানক,
অবশেষে জানাযাটাও হয়তো তার ভাগ্যে জুটেনি!
ব্যস্ত রোম নগরী যখন জনশূন্য,
তখনও মুয়াজ্জিনের দরাজ গলায় ভেসে আসে ফজরের আযান।
সুস্থ শহরে দেখা ঠিকই হয়,
তবে অসুস্থতা, নিরাপত্তার ভয় এখনো কমেনি কিছুটা!
সময়ের বিবর্তনে আকাশে-বাতাসে আজ লাশের গন্ধ ভেসে আসছে,
শেষবারের মতো বেঁচে থাকতে রাস্তার পাগলীটাই চেষ্টা করেছিল!
তবে কি পেরেছিল?নাকি হেরেছিল?
সে কথা আমরা এখান থেকে কেউ বলতে পারবোনা!
শিক্ষার্থী:সরকারি জনতা কলেজ।
দুমকি,পটুয়াখালী।