তোমায় যে কতটা ভালোবাসি তা হয়তো আমি মুখের ভাষায় কখনো প্রকাশ করতে পারব নাহ।
জানিনা কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু ভালো রাখার দায়িত্ব টা আমি জানি।
তোমায় যে কতটা ভালোবাসি তা কেবল এ আমিই অনুভব করতে পারি।মাঝে মাঝে পাগলের মত চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমায়,
ভালোবাসি অনেক অনেক বেশীই ভালোবাসি তোমায়।জানো আমার নাহ, মাঝে মাঝে খুব ভয় হয়,
যদি তুমি কখনো হারিয়ে যাও
কি করে থাকবো তখন এই আমি, তোমায় ছাড়া?
কাকে নিয়ে বাঁচব তখন আমি ?তোমায় ছাড়া বেঁচে থাকা অসম্ভব।
তুমি যে আমার বেঁচে থাকার অক্সিজেন,
তুমি যে আমার সাধের সাধনা,
তুমি যে আমার পূর্ণিমা চাঁদ,
তুমি যে আমার চন্দ্র তারা,
তুমি যে আমার সম্পদ,
তুমি যে আমার চিলে কোঠার এক ফালি রোদ।এই তোমায় ছাড়া আমি বেঁচে থাকি কি করে বলো ।
এই তোমায় আমি হাড়াতে দেই কি করে বলো।