Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা: বাঙ্গালির বাতিঘর ─ শান্তনু দেওয়ানজী

অঙ্কন ডেস্ক / ১৬৩ বার
আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

 

মুজিব আমার বাংলাদেশ, মুজিব আমার গৌরবে
মুজিব আমার মানচিত্রে, লাল সবুজের সৌরভে।

মুজিব আমার চেতনায়, মুজিব আমার বিশ্বাসে।
মুজিব মানে মুক্তি, স্বাধীনতার নিশ্বাসে।

মুজিব মানে বাংলা মায়ের চির উন্নত শির।
মুজিব মানে শক্তি,অকুতোভয় বীর।

মুজিব যখন লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে।
মুজিব আমার শোণিত শক্তি, লুকায়িত অন্তরে।

মুজিব মানে চির যৌবন,শপথের কোলাহল ।
মুজিব মানে দৃঢ়চেতা, বাহুতে নবীন বল।

মুজিব মানে ফসলের মাঠ, দেশপ্রেম যাঁর খাঁটি।
মুজিব মানে পদ্মা মেঘনা, উর্বরা পলিমাটি।

মুজিব আমার গনতন্ত্র, মুজিব যোগ্য নেতা।
মুজিব মানে কৃষক শ্রমিক, মেহনতীর মিতা।

মুজিব আমার স্বপ্নদ্রষ্টা, মুজিব বর্জ্রবাণী
মুজিব মানে মহা সংগ্রামে দৃপ্ত জয়ধ্বনী।

মুজিব আমার মুক্তির স্বাদ,কাঙ্খিত স্বাধীনতা
মুজিব মানে মুক্তিযুদ্ধ, বাঙ্গালী জাতির ত্রাতা।

মুজিব আমার সোনার বাংলা, মুজিব মানে সুখ।
মুজিব আমার আদর্শ, আমি জয় বাংলার লোক।

মুজিব আমার জাতির পিতা, হৃদয়ে চির অমর,
মুজিব মানে আত্ম সত্বা, বাঙ্গালির বাতিঘর।

◼▪ ১৫ আগস্ট ২০২০▪◼


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com