হাইফেন
হাইফেন(-)
তোমরা বলেছো “কমা” (,)
আমি সাময়িক থামতে শিখেছি,
তবুও তো একসাথে একবাক্যে আছি!
তোমরা বলেছো “ফুলস্টপ” (.)
আমি সম্পুর্ন থেমেছি
বৃক্ষের মতো অনড়
তবুও একসাথে একবাক্যে বাঁচি!
তোমরা বলেছো “হাইফেন ” (-)
আমি সেদিন বাক্য ভেঙে
আলাদা হয়েছি।
হাত
বাম হাতে পান করি
বাম হাতে খাই,
বাম হাতে বাঁশি ধরি
ব্রজের কানাই।
আর কোন হাত নেই
তোমাকে ছুঁবার,
ডান হাত মুষ্টিবদ্ধ
মিছিলে যাবার।
খেলা
ভালোবাসা তোমার কাছে
চড়ুইভাতি খেলা,
যত্নে আছে আমার বুকে
তোমার অবহেলা।
স্বপ্ন ভঙ্গ
হাতটা তোমার যেই ছুঁয়েছি
তুমি বললে “ছি! ”
কে যেন আসছেএদিক
করছো তুমি কী!
রাত আসতে অনেক দেরি
এখন সবে দিন,
লক্ষ্মী সোনা ধৈর্য্য ধরো
পুষিয়ে দেবো ঋণ।
সেই থেকে আর রাত আসেনি
সবটা ছিল স্বপন,
টের পেয়েছি ভোরের আলোয়
ঘুম ভেঙেছে যখন।
চাওয়া পাওয়া
তোমাকে পাইনি
পেয়েছি কবিতা
পেয়েছি মাতৃভূমি,
রক্তের দামে
এলো স্বাধীনতা
এলেনা শুধুই তুমি!