তবে একদিন কেটে যাবে সকল নিঃসঙ্গতা,
মুক্তির কথা ভেবে ভেবে যেই হৃদয়ক্ষরণ-
সেই ক্ষরণ একদিন হবে রুদ্ধ,
মুক্তি মিলবেই, অবসান হবে সকল একাকীত্বের।
তবে একদিন কেটে যাবে সকল নিঃসঙ্গতা,
ভোর হবে, সূর্য্য উঁকি দিবে,
নিস্তেজ দেহ মাটিতে পরে থাকবে,
চারপাশে থাকবে হাজার মানুষের ভীড়,
সেদিন মুক্তি মিলবেই, অবসান হবে সকল একাকীত্বের।
তবে একদিন কেটে যাবে সকল নিঃসঙ্গতা,
চারদিকে গাইবে তোমার জয়ধ্বনি।
সাদা কাপনে মোড়া লাশের পাশে বসে বলে উঠবে লোকে-
“সে আমার খুব আপন মানুষ ছিলো”
অথচ,লোকটি তোমার কখনো খবর রাখেনি!
হ্যা,সেদিন মুক্তি মিলবেই,অবসান হবে সকল একাকীত্বের।
সেদিন বুঝতে পারবে তুমি-
মরে গিয়ে লাভ হয়নি তোমার।
বরং,তোমাকে অন্ধকারে ঠেলে দেওয়া লোকেদের-
মুক্তি মিলবে
তার চেয়ে বরং-
মুক্তি না খুঁজে,
নিজেকে খুঁজো,
নিজেকে জানো-
নিজের জন্যে বেঁচে থাকো।
তখন, হ্যা তখনই,অবসান হবে সকল একাকীত্বের।