আমিতো কবেই মরেছি
প্রেতাত্নার রূপে আছি
দংশনের অপেক্ষায় বাঁচি।
যাদের অদেখায় ডানচোখের অন্ধত্ব
কুর্নিশে নেই কোন বন্ধ্যাত্ব,
তাদের তরে আমি বেশ
নেই ডান হাতের শেষ।
সামাজিক প্রচারে গাই মানবতার গান
শিকড় পুড়তে নাই হৃদয়ের টান।
হে হে হে- কেউ দেখেছে?
সব নিরবে ভেসেছে।
বাকপটু আমি-হা হা হা-ভদ্রও আমি
কেউ পাবে না কোন ছাড়
পুড়ে করবো অকপটকে আঙ্গার।
বিধাতায় ক্ষমা মিলে
আমাতে পাবে ছাই।
শেষ নিঃশ্বাসে চলবে
ভ্রান্ত আই-ঢাই।
নীতিতে আমি অটল
সত্যে ঢালি জল।
পারলে সাদা মনের ভাবিস
অন্যথায় নির্ঘুমের তুই রাবিশ।