Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা: অন্ধকারের গল্প ।।মো.মেহেদী হাসান

অঙ্কন ডেস্ক / ১১৮ বার
আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

এই যে রাত্রির নির্জনতা
তুমি আমার অজস্র কবিতা।
রাত্রির যবনিকায়
তুমি আমার অতীত ফিরে দেখা।
তুমি বঞ্চিত হওয়া প্রেম অবহেলার দুয়ারে ধিক্কার
তুমি মন ভাঙা হৃদয়ের আক্ষেপের নগ্ন চিৎকার।

এই যে অন্ধকার রাতের নীরব নিস্তব্ধতা
তুমি মনের উঠোনে নেমে আসা ব্যথার তীব্রতা।
তুমি স্তর বিন্যাস গড়ে তোলা বিষাদে ইমারত,
তুমি অপ্রেম সংসারে বিবর্তন আবিষ্কারে সুত্রপাত।

তুমি জানো কার ভিতরে কতোটা লুকিয়ে প্রতারক
তুমি মরে যাওয়া মানুষের আত্মার স্থির চিত্র ধারক।

তুমি তার ভিতরে গড়া আমার জীবন্ত লাশ
তুমি স্মৃতি জানালায় উঁকি দেওয়া দ্বীর্ঘশ্বাস।

তুমি খুনিদের মুখোশে ধরো সুগন্ধি আতর
তুমি খুন হয়ে যাওয়া মানুষের আশ্রয়ে কবর।

তুমি পতিতার ভূই জুড়ে কাম সুখের খদ্দের,
তুমি মুখোশ পরিহিত পাহাড় সুশীল সমাজের।

তুমি স্বপ্ন ভেঙে যাওয়ার সাক্ষী স্বরূপ না-দেখা রবি
তুমি ধর্ষিত পুরুষের কান্নার আরশিতে জলের প্রতিচ্ছবি।

তুমি বৃদ্ধাশ্রমে বেড়ে উঠা বৃদ্ধ বয়সের শোক,
তুমি অর্ধেক উলঙ্গ সমাজ উপভোগের অসুখ।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com