কে বলে ভালোবাসতে?
আমিতো বলি –
কেউ একজন পহেলা ফাল্গুনে বসন্তের সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করুক আমার জন্য।
কে বলে ভালোবাসতে?
আমিতো বলি-
কেউ এ হাতে হাত রেখে মাঝ রাতে সমুদ্রের ওই কলরব সোনার ইচ্ছা করুক তার মনে।
কে বলে ভালোবাসতে?
আমিতো বলি-
তার বুকের অর্গল খুলে, বন্ধ করুক না এ হৃদয়ের জ্বালা।
কে বলে ভালোবাসতে?
আমিতো বলি-
হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষটির মতো একজন আহাজারি দিবানিশি আমার লাগি।
কে বলে ভালোবাসতে?
আমিতো বলি-
আমার জন্য দরজার ওই ছিটকানিটা খুলে অপেক্ষা করতে করতে কেউ একজন ঘুমিয়ে পরবে নিশিথে।
কে বলে ভালোবসতে?
আমিতো বলি-
শীতের শিশির যেমন করে ঘাসকে জড়িয়ে রাখে তেমন কেউ একজন আগলে রাখুক আমাকে তার হিয়া মাঝে।
শিক্ষার্থী:সরকারি জনতা কলেজ।
দুমকি,পটুয়াখালী।