আমি অগ্নি নই,
যার দহনে শুচি হয় সকল সত্য।
আমি বাতাস নই,
যার হাওয়ায় উড়ে যায় সকল মিথ্যে।
আমি জল নই,
যার প্রবাহে দুরে যায় সকল দুঃখ।
আমি সবুজ বনানী নই,
যেখানে রয়েছে প্রকৃতির সুখ।
আমি আকাশ নই,
যার অসীমতায় জুড়ে থাকে ভালোবাসা।
আমি মাটি নই,
যেখানে বিলীন হয় সমস্ত আশা।
আমি পাহাড় নই,
যেখানে বাঁধা পায় সকল মন্দ।
আমি সমুদ্র নই,
যার জলরাশিতে রয়েছে মনের আনন্দ।
আমি শিশির বিন্দু নই,
যার কাছে রয়েছে অটল সৌন্দর্য।
আমি হিমালয় নই,
যার কাছে রয়েছে তুষার শুভ্রের প্রাচুর্য।