কত যে খুঁজেছি একলা দুপুর একলা বেলা।
অপেক্ষা ছিলাম, প্রহর গুনছে।
আমি নিরবতা সাগরের বুকে প্রেম খুঁজেছি।
ঐ আকাশের দিকে তাকিয়ে কত যে প্রশ্ন উত্তর খুঁজেছি,
কখনো এক ফালি মেঘের কাছে হাজার অনুরাগ জমিয়ে রেখেছি,
আবার কখনো ঐ রোদ্দুরে কাছে এক চিমটি ভালোবাসা খুঁজেছি।
কখনো আবার বৃষ্টি জল দিয়ে আমার গহীনে তৃষ্ণার্ত তা মিটিয়েছি।
আমি ভবঘুরে বার বার ফিরে এসেছে এই বাংলার সবুজ আঙ্গিনায়।
ঐ রূপসী কন্যা পায়ের নূপুরে শব্দ আমাকে ঘুমাতে দিতো না,
চুড়ির শব্দে কম্পন সৃষ্টি হতো অনুভূতি ঘরে।
ভোরের কোকিলের কুহুতানে হৃদয় জুড়ে বয়ে যেত শীতলতা।
মধ্য রাতের লক্ষি পেঁচা ডাকে সাড়া দিতো আমার কবিতা।