Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

হুসনা বানু’র কবিতা “অন্য তুমি”

অঙ্কন ডেস্ক / ৬৬ বার
আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ঘুমিয়ে ছিলাম
কি শান্তি ময় ঘুম।
কে যেন ছুঁয়ে গেল স্বপ্নের ঘোরে!
আমি ভাবলাম সে বুঝি তুমি,
অবিকল তাই।
তুমি মনে করেই ছুটে গেছি
সেই আরেক তুমির পিছু,
কি হবে, না হবে তা আর
ভাবিনি কিছু।
সে এক মাতাল খেলায় মেতেছি
উত্তাল সে সাগর ঝড়ে নিজে একাই
ডুবেছি।
সে যে কি এক তছনছ ঝড়
ভেঙ্গে গেছে গন্ডি আমার,
গন্ডি ভেঙ্গে উড়িয়ে নিয়ে গেল
আমায় খরকুটোর মতো।
সেই নিঁখোজ হওয়া ঝড়ে
ঘরে ফেরা আর হয়নি আমার।
ঝড় শেষে আলো ফুটলে দেখি
সে যে তুমি নও একি!
যে ছুঁয়ে ছিল,সে তুমি নও
সে তো অন‍্য কেউ।
তোমার ছোঁয়া টুকু অ-ছোঁয়াই
থেকে গেছে,
আমাকে ছোঁয়ার তোমার ছিলোনা
যে কোন কারন
যে ভুলে গেছে তার যে স্বপ্নে এসেও
ছোঁয়া বারণ।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com