সুধী, সুষ্ঠু কবিতা চর্চা’কে লক্ষ্য রেখে অঙ্কন ডট কম আয়োজন করেছে অঙ্কন ‘কবিতা প্রতিযোগিতা—২০২০’। নিম্নের নিয়মাবলী অনুসরণ করে সব বয়সের কবি বন্ধুরা অংশগ্রহণ করতে পারবেন আমাদের এ আয়োজনে। বিজয়ী সেরা তিন কবিতার কবির জন্য থাকবে বই সহ আকর্ষণীয় পুরষ্কার।
১. প্রত্যেকে একটি ইমেইলের মাধ্যমে একসাথে ৫টি কবিতা পাঠাবেন । subject এ লিখবেন কবিতা প্রতিযোগিতা’২০।
২. লেখা হতে হবে অবশ্যই অপ্রকাশিত। www.angkaan.com এ গুচ্ছ আকারে আপনাদের কবিতাগুলো। এবং প্রকাশের পর অবশ্যই লিংক প্রদান করা হবে।
৩. লেখা হতে হবে শুদ্ধ বানানে।
৪. অন্য কোনো পত্রিকায় প্রকাশিত লেখা প্রেরণ করলে বাতিল বলে গণ্য হবে।
৫.ছড়া কবিতার ক্ষেত্রে অবশ্যই ছন্দ এবং মাত্রার মিল থাকতে হবে।
৬.লেখা ইমেইল করে পাঠাতে হবে।অন্যথায় গ্রহণযোগ্য নয়।
৭. অশালীন এবং বিব্রতকর কবিতা বাতিল বলে গণ্য হবে।
৮.লেখার শেষদিকে সংক্ষিপ্ত পরিচয়,এক কপি ছবি এবং সচল ফোন নাম্বার যোগ করতে হবে।
৯. ইমেইল বডিতে লিখে লেখা পাঠাবেন।
১০. বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।