তবুও নাহি দেখা পাই,তোমায় খুজিয়া পাইতে উন্মাদ পথিক আমি দূর অজানায় হারাই।
আমায় দেওয়া প্রতিটি চিরকুট তোমার কথা বলে।
আমি খুজে বেড়াই তোমায়, তোমার সন্ধ্যা সাঝে।
চঞ্চলতা,সজীবতা খেলে তোমার দেহের মাঝে,
তবুও নাহি দেখা দাও।
তুমিতো বহুরূপি! নানা রঙ্গে রাঙ্গাও।
কখনো কাঁদো, কখনো হাসো, কখনো কেড়ে নাও।
এই ধরনীর সাথে সাথে তুমিও অনেক বড়
তোমার বিশালতায় আমায় দিও এইটুকু ঠাই!
শুধু একটিবার এই ভূবনে আমি তোমায় দেখিতে চাই।
অতঃপর,
তোমায় বুঝতে হয়েছে অনেক দেরি
তোমায় দেখবো এত সামর্থ্য! নেইতো কানা কড়ি।
তুমিতো এই প্রকৃতি, যার স্নিগ্ধতায় স্নিগ্ধ আমি
আমার সাড়া অঙ্গে জড়ানো বুঝিনি তবুও আমি।
তোমাকে খুজেছি দ্বারে দ্বারে খুজিনি ধরনী মাঝে
এইতো তুমি এই প্রকৃতি যাতে গগন,পুষ্প সাজে।