রাত, আনার ফলের বীজ,
ভীড় বাড়ে, আকাশ গুরুপত্নী- পৃথিবীর একভাগ স্থলে।
অবরোধ ভেঙে দুশো টাকার স্ট্যাম্পে ছুটে যাচ্ছে ট্রেন। ভেতরে ভেতরে পোষা বেড়ালের হাসি, গ্রেফতার এড়িয়ে দুঁধ সরোবর চুরি। আগে ছিলো খাল খনন,এখন জানালা দিয়ে নদী চুরি যায়।
চুড়ি বানান বিচলিত করে যদি মালিক জুটে যায় কোনো নারীর!
কোনো নাবিকের।
আমরা শিখিনি শিশিরও দিঘিকে উপহাস করে অক্ষমতায়।
২০.০৪.১৪২৭