Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

খালিদ রায়হান’র কবিতা “পাপের স্বর্গ”

অঙ্কন ডেস্ক / ১৮৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

পাপের স্বর্গে হচ্ছে কী?
জীবন চলার পদ্ধতি!

স্বর্গ পাপে নরক হয়,
সমাজ তবুও ভালো রয়!

ওঠা-বসায় মিথ্যে চলে,
সবই ভালো লোকে বলে!

অল্প কথায় সত্য কই,
মূল্য পেতে শত্রু হই!

ছন্দে ছন্দে পাপ ছড়াই,
গায়ের জোরে সব উড়াই!

সুষ্ঠু সমাজ সুশীলে ভরা,
ধর্ষণ তাই নৃত্য সাড়া!

খোদার ইচ্ছের নেই কোনো দাম,
যাচ্ছে তাই করছি কাম!

কিই’বা ইহার ইতি কথা,
পাপের মূল্য দিবে যথা।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com