আমার ভাল্লাগেনা
আমি আর পারছিনা, এই শহরে থাকতে।
এই শহরে আছে শুধু কষ্টের হাহাকার, মিথ্যে অভিনয়।
এই শহরে মায়া নেই, আছে শুধু মিথ্যে ভালোবাসা।
এই শহরে সবুজ নেই, পাখি নেই, আছে শুধু ধূলোবালি।
এই শহরে মানুষ থাকতে পারেনা।
আমি আর পারছিনা এই শহরে থাকতে।
সব ছেড়ে একদিন পালিয়ে যাবো এই শহর থেকে অনেক টা দূরে,
এতটা দূরেই যাবো যে, ওইখান থেকে চাইলেও আর আসতে পারব নাহ,
নাহ ফেরার দেশে হারিয়ে যাবো !
আমি হারাতে চাই, ওই দূরের কোন এক অজানা শহরে।