Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

তাজ ইসলাম এর কবিতা / ফিরে এসো কোকিলের বিরহী গজল

অঙ্কন ডেস্ক / ১৩৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

ফিরে এসো আমাদের শাপলা শালুক
জোয়ারে উপচে ওঠা নদীদের বুক
ফিরে এসো দাঁড়কিনা খৈলসা পুঁটি
ফিরে এসো খালে বিলে শামুক ঝিনুক।

ফিরে এসো রাজ পথে
মিছিল শ্লোগান
ফিরে এসো প্রতিবাদে
মুখর জোয়ান
ফিরে এসো ডালে ডালে
পাখিদের ডাক
ফিরে এসো কোকিলের
বিরহী গজল।
ফিরে এসো যুদ্ধের রণ দামামা
সংগ্রামী তরুণের রণ হুংকার
ফিরে এসো ফিরে এসো প্রবীন পুরুষ
মুর্খ এ জনপদে জ্ঞানের মশাল
তোমার প্রজ্ঞা দিয়ে উড়াও নিশান।

মুজাদ্দিদে আলফেসানী আপনি আসুন
এ যুগে উবাই কারা স্পষ্ট হয়ে যাক
দারুল হরবের শর্ত কি হুজুর
এদেশে আপনি আবার এসে বলে যান।

টিপু সুলতান আসেন আপনি আবার
তরবারি নিয়ে মহাবীর ঈশা খাঁ ‘ র
আসুন এদেশে শেরে বাংলা আবার
সন্তোষে আপনি আসুন ভাসানী হুজুর

ফিরে এসো ইতিহাস গৌড় জয়ের
নদিয়া,সিন্ধুর বিজয় গাঁথা
ওঙ্কার তোল ফের এই জনপদে
আঠারো কোটির কণ্ঠে উঠুক ধ্বনি
নারায়ে তাকবীর আল্লাহ মহান

আবার ধ্বনিত হোক আকাশে বাতাসে
ধূলায় মিশুক সব স্বৈরশাসক
মিসমার হয়ে যাক জালিমের গদি
খিড়কি দরজা দিয়ে জালিম পালাক
শাহজালাল এ জমিনে ফিরে এসো ফের
টুঁটি চেপে ধর এসে সব জালিমের।
ফিরে এসো রেসকোর্স,পল্টন মাঠ
লক্ষ লোকের বিশাল গণজমায়েত
জলদগম্ভীর কণ্ঠে তর্জনীর সুতীব্র নাচ
এসো ফিরে রাজপথে অবাধ চলা
হরবোলা পাখির মত অবিরাম বলা
ফিরে এসো মুক্ত পাখি অবাধ উড়াল
ন্যায্য দাবীর নামে উর্ধ্বে উত্থিত
মুষ্টিবদ্ধ হাত
ফিরে এসো আমাদের আলোর প্রভাত।

ফিরে এসো শৈশব সোনালী সুদিন
পাঁচ দশ পয়সার লাল আইক্রিম
কুড়ানো সরিষা,পাট,সুপারি ক’হালি
ইঁদুরের গর্ত খুঁড়ে তুলে আনা ধান
এসব বিক্রি করে লব্ধ টাকায়
মেলা থেকে কিনে আনা রঙিন ঘুড়ি
ফিরে এসো ডাঙ্গুলি,বৌছি খেলা
বিয়ে বাড়ির উঠোনে মা- চাচির গীত।

ফিরে এসো মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা
বিদ্রোহে ফেটে পড়া অসীম সাহস
ফিরে এসো যুদ্ধের সাহসী কিশোর
ফিরে এসো রক্তের টগবগে নাচ
দুর্নীতির প্রাসাদে ঢুকো গেরিলা কমান্ড।

ফিরে এসো আমাদের সোনালী অতীত
ফিরে এসো আমাদের মসলিন শাড়ি
ফিরে এসো আমাদের ভাই ভাই দিন
জালিমের বিপক্ষে তোল বজ্র মুটি
মজলুমের স্বপক্ষে ওঠা সাহসী সঙিন।
ফিরে এসো হারানো সকল সুদিন।

ফিরে এসো আমাদের আলোর প্রভাত।
ফিরে এসো হারানো সকল সুদিন।ফিরে এসো কোকিলের বিরহী গজল
তাজ ইসলাম
ফিরে এসো আমাদের শাপলা শালুক
জোয়ারে উপচে ওঠা নদীদের বুক
ফিরে এসো দাঁড়কিনা খৈলসা পুঁটি
ফিরে এসো খালে বিলে শামুক ঝিনুক।

ফিরে এসো রাজ পথে
মিছিল শ্লোগান
ফিরে এসো প্রতিবাদে
মুখর জোয়ান
ফিরে এসো ডালে ডালে
পাখিদের ডাক
ফিরে এসো কোকিলের
বিরহী গজল।
ফিরে এসো যুদ্ধের রণ দামামা
সংগ্রামী তরুণের রণ হুংকার
ফিরে এসো ফিরে এসো প্রবীন পুরুষ
মুর্খ এ জনপদে জ্ঞানের মশাল
তোমার প্রজ্ঞা দিয়ে উড়াও নিশান।

মুজাদ্দিদে আলফেসানী আপনি আসুন
এ যুগে উবাই কারা স্পষ্ট হয়ে যাক
দারুল হরবের শর্ত কি হুজুর
এদেশে আপনি আবার এসে বলে যান।

টিপু সুলতান আসেন আপনি আবার
তরবারি নিয়ে মহাবীর ঈশা খাঁ ‘ র
আসুন এদেশে শেরে বাংলা আবার
সন্তোষে আপনি আসুন ভাসানী হুজুর

ফিরে এসো ইতিহাস গৌড় জয়ের
নদিয়া,সিন্ধুর বিজয় গাঁথা
ওঙ্কার তোল ফের এই জনপদে
আঠারো কোটির কণ্ঠে উঠুক ধ্বনি
নারায়ে তাকবীর আল্লাহ মহান

আবার ধ্বনিত হোক আকাশে বাতাসে
ধূলায় মিশুক সব স্বৈরশাসক
মিসমার হয়ে যাক জালিমের গদি
খিড়কি দরজা দিয়ে জালিম পালাক
শাহজালাল এ জমিনে ফিরে এসো ফের
টুঁটি চেপে ধর এসে সব জালিমের।
ফিরে এসো রেসকোর্স,পল্টন মাঠ
লক্ষ লোকের বিশাল গণজমায়েত
জলদগম্ভীর কণ্ঠে তর্জনীর সুতীব্র নাচ
এসো ফিরে রাজপথে অবাধ চলা
হরবোলা পাখির মত অবিরাম বলা
ফিরে এসো মুক্ত পাখি অবাধ উড়াল
ন্যায্য দাবীর নামে উর্ধ্বে উত্থিত
মুষ্টিবদ্ধ হাত
ফিরে এসো আমাদের আলোর প্রভাত।

ফিরে এসো শৈশব সোনালী সুদিন
পাঁচ দশ পয়সার লাল আইক্রিম
কুড়ানো সরিষা,পাট,সুপারি ক’হালি
ইঁদুরের গর্ত খুঁড়ে তুলে আনা ধান
এসব বিক্রি করে লব্ধ টাকায়
মেলা থেকে কিনে আনা রঙিন ঘুড়ি
ফিরে এসো ডাঙ্গুলি,বৌছি খেলা
বিয়ে বাড়ির উঠোনে মা- চাচির গীত।

ফিরে এসো মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা
বিদ্রোহে ফেটে পড়া অসীম সাহস
ফিরে এসো যুদ্ধের সাহসী কিশোর
ফিরে এসো রক্তের টগবগে নাচ
দুর্নীতির প্রাসাদে ঢুকো গেরিলা কমান্ড।

ফিরে এসো আমাদের সোনালী অতীত
ফিরে এসো আমাদের মসলিন শাড়ি
ফিরে এসো আমাদের ভাই ভাই দিন
জালিমের বিপক্ষে তোল বজ্র মুটি
মজলুমের স্বপক্ষে ওঠা সাহসী সঙিন।
ফিরে এসো হারানো সকল সুদিন।

ফিরে এসো আমাদের আলোর প্রভাত।
ফিরে এসো হারানো সকল সুদিন।

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com