বাজতে থাকা গানও হঠাৎ করেই থামুক,
টি-টেবিলে ব্যক্তিগত কাপেও কিছু অভিমান জমুক।
সিজোফ্রেনিয়ায় তোমার চোখেও মর্ফিন এসে নামুক,
ক্লান্ত মেঘের ব্যস্ত গন্তব্যে কিছু আলিঙ্গনের কারণ না থাকুক।
বোবা ঠোঁটের স্মিত হাসি তোমার বুকে সাইরেন হয়ে বাজুক,
লোহিত জলের স্রোত কিছু কপোল হয়ে নিঃশব্দে ঝরুক।
তোমার আবেগের দু’ফোটা অবহেলা নাহয় আমার কাছেই থাকুক,
অবুঝ আবদারে আমার ছেলেমানস ভূতের মতো তোমাতে জমুক।
ঝরা বকুলে ভরদুপুরে খুন হওয়ার ইচ্ছা তোমার জেঁকে বসুক,
শুনছো প্রিয়?
ওই আকাশ থেকে বৃষ্টির বদলে
কিছু মায়াবী প্রেম ঝরে পড়ুক।
লেখা:হামিদা আক্তার নিসা,ঢাকা বিশ্ববিদ্যালয়