তুমিতো হারিয়ে যাও নি,
শুনতে পাওনা এই বক্ষ গহব্বরের বিধ্বস্ত আওয়াজ!!
নয়নের মনি কোঠায় কি দৃষ্টিগোচর হয় না তোমার!!
ছটফটে আঁতকে উঠা হৃদয়ের?
যার বিশালতার সাক্ষী দিয়েছিলে বার বার।
তুমি তো হারিয়ে যাও নি
স্পন্দিত কম্পনে ধুক ধুক করে বাজে তোমার ধ্বনি।
কত না বলেছো ভালোবাসার কথা,বলেছো যাওয়ার জন্য আসি নি।
তুমি তো হারিয়ে যাও নি
উষ্ণ স্পর্শ গুলো রেখেগিয়েছো বরফের জমাট তলে।
দাও দাও করে জ্বলতে চায় তারা,
পারেনা.!
দগ্ধ হৃদয়ে আরো দহন হবে বলে।
তুমি তো হারিয়ে যাও নি,
ফুলের আঁচড় দিয়েছো বার বার বিনিময়ে শুন্য আঘাত,
নছলা-অভিনয় পারিনি বুঝতে,
বুঝিনি লেগেছিলে স্বার্থে প্রতিঘাত।
তুমি তো হারিয়ে যাও নি,
শ্বাসে যতনে রেখেছিলাম তোমায়,
নিঃশ্বাসে দিয়েছো আমায় ছেড়ে।
গহীন কোণের বিধ্বস্ত পাড়ায়
দেহ-আত্নার কথোপকথন চলে।
লেখক:মো.রিয়াদুল ইসলাম,
বার্তা সম্পাদক,অঙ্কন।
শিক্ষার্থী,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।